চিল কলেজ লাইফের মধ্যেই ঘটে যায় অঘটন। মারামারির শাস্তি হয় সাস্পেনশন, সাসপেন্ডেড হয় সায়ন। সঙ্গে জুটে যায় তার দুই জিগরি জানেমন দোস্ত, অদ্রিজা আর জোজো। যদিও শাপে বর হয়, গাড়ি ভাড়া করে তিনজনে মিলে বেরিয়ে যায় ট্রিপে। ডেস্টিনেশন? গোয়া। না না, গোয়া রিপ্লেস হয় মন্দারমনি দিয়ে। কিন্তু মন্দারমনিও কি যেতে পারে তারা? সেই নিয়েই আহাম্মকের প্রথম এপিসোড।
আহাম্মকদের লাইফে যদি সব কিছুই প্ল্যান মাফিক হয়, তাহলে তারা আহাম্মক হল কী করে ? প্ল্যান ছিল গোয়া, সেখান থেকে ডিসকাউন্ট নিয়ে হল মন্দারমনি, আর মন্দারমনির মাঝে ব্যাগরা দিল অদ্রিজার বাবা, ব্যাস আবার ব্যাক টু কোলকাতা। কলেজ থেকে সাসপেন্ড, হোস্টেলে নো এন্ট্রি... অন্যদিকে অকালে বাবার আগমন, পাশাপাশি ট্যাঁক খালি হাওয়ার উপক্রম, এবার তিন আহাম্মক করবে কী ? সাসপেন্ড কি শেষমেশ কাল হল ? নাকি আহাম্মকরা ঠিক চিল মারার রাস্তা খুঁজে নেবে ?