আহাম্মকদের লাইফে যদি সব কিছুই প্ল্যান মাফিক হয়, তাহলে তারা আহাম্মক হল কী করে ? প্ল্যান ছিল গোয়া, সেখান থেকে ডিসকাউন্ট নিয়ে হল মন্দারমনি, আর মন্দারমনির মাঝে ব্যাগরা দিল অদ্রিজার বাবা, ব্যাস আবার ব্যাক টু কোলকাতা। কলেজ থেকে সাসপেন্ড, হোস্টেলে নো এন্ট্রি... অন্যদিকে অকালে বাবার আগমন, পাশাপাশি ট্যাঁক খালি হাওয়ার উপক্রম, এবার তিন আহাম্মক করবে কী ? সাসপেন্ড কি শেষমেশ কাল হল ? নাকি আহাম্মকরা ঠিক চিল মারার রাস্তা খুঁজে নেবে ?
If everything in the life of Ahammoks is according to plan, then how do they become Ahammoks? The plan was Goa, from there it changed to Mandarmani, and while en route to Mandarmani Adrija's father arrived in the city, and the plan was no more. Suspended from college, no entry to the hostel. On the other hand, the untimely arrival of her father, as well as the attempt to empty the tank, what will the three Ahammoks do this time? Will they find the right way? Let's see...