বিদেশে যাওয়ার আগে গোপন অভিসারে গিয়ে ফটকা সেলিমের খপ্পরে পড়ে মিরাজ। সেলিম মিরাজের স্ত্রী রমার কাছে ফোন করে মুক্তিপণ দাবি করে। রমা কি মুক্তিপণের টাকা দিয়ে ফিরিয়ে আনবে মিরাজকে?
রমা মিরাজের অপহরণের কথা পুলিশকে জানাতে চাইলে তাকে ভুলিয়ে–ভালিয়ে আপাতত শান্ত করে রমার পুরোনো প্রেমিক মাহাবুব। এদিকে মিরাজের শ্বশুর উদ্বিগ্ন। কারণ, তার দুই কোটি টাকার সোনা ছিল মিরাজের কাছে।
পুলিশ সার্কাস পার্টির সাবেক সদস্য এলাহির মাধ্যমে জেনে যায় সেলিমের ব্ল্যাকমেলের ব্যবসার খবর। এলাহি খুঁজেও বের করে সেলিমের ডেরা। কিন্তু ঘাগু সেলিম বিপদের গন্ধ পেয়ে যায়।
অবিশ্বাস দানা বেঁধেছে সবখানে।সেলিম বুঝতে পারছে, তার হাত থেকে দলের নিয়ন্ত্রণ একটু একটু করে বেরিয়ে যাচ্ছে। সেলিম আর মিরাজ—দুজনই মুখোমুখি হয় এক চরম সত্যের।
পরিস্থিতি সবার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বহু আগেই। নিজে বিপদ থেকে উদ্ধার পেতে সবাই বাজির দান চড়িয়েই যাচ্ছে। এর শেষ কোথায়, কেউ জানে না।
নানা ঘটনার মধ্য দিয়ে সবাই জড়ো হয় সেলিমের আস্তানায়। ভাগ্যের পাল্লা কখনো হেলে পড়ছে সেলিমের দিকে, কখনোবা মিরাজের দিকে! শেষ পর্যন্ত কে বিজয়ীর হাসি হাসে, বলা বড় মুশকিল।