Afzal returns from Patiala. But no one knows what actually happened. To divert the incident, Afzal staged a drama of embezzling money in the name of Mizan. And at the center of this false drama, a very popular influencer on social media plays a key role. When Afzal's story ends, Niranjan tells him the story of the collective opportunism of the people of a sub-urban locality. That's where Niranjan lived at one time.
পাতালিয়া থেকে ফিরে আসে আফজাল। কিন্তু কেউ জানে না, আসলে কী ঘটেছিল সেখানে। ঘটনা অন্যদিকে প্রবাহিত করতে মিজানের নামে মিথ্যা অর্থ আত্মসাতের নাটক সাজায় আফজাল। আর এই মিথ্যা নাটক সাজানোর কেন্দ্রে থাকে সোশ্যাল মিডিয়ায় খুবই জনপ্রিয় একজন ইনফ্লুয়েন্সার। আফজালের গল্প শেষ হলে নিরঞ্জন তাকে এক মহল্লার মানুষদের সম্মিলিত সুবিধাবাদের কাহিনি শোনায়। যে মহল্লায় একসময় নিরঞ্জনও বাস করত।